Back to Course
Law - Class 12
0% Complete
0/0 Steps
-
Chap 1 - Law of PartnershipModule 1 - Partnership Act14 Topics
-
ধারণা
-
সংজ্ঞা
-
অংশীদারি প্রতিষ্ঠানের নাম
-
বৈশিষ্ট্য
-
অংশীদারির শ্রেনীবিভাগ (Classification of Partnership)
-
অংশীদারির অপরিহার্য উপাদানসমূহ (The Essential Elements of Partnership)
-
অংশীদারিত্ব নিরূপণ করার প্রকৃত পরীক্ষা (True test of Partnership)
-
অংশীদারি কারবারি প্রতিষ্ঠানের আইনগত মর্যাদা (Legal status of a Partnership firm)
-
আইন দ্বারা সিদ্ধ নয় এরূপ অংশীদারি
-
অংশীদারি সম্পত্তি
-
অংশীদারি চুক্তিপত্র
-
কে বা কারা অংশীদার হতে পারেন ?
-
অংশীদারের শ্রেনীবিভাগ (Classification of or Types of Partners)
-
Revision - Chap 1 - Module 1 - Partnership Act
-
ধারণা
-
Module 1 - Partnership Act - Exercise2 Topics|1 Quiz
-
Module 2 - Registration6 Topics
-
ধারণা
-
অংশীদারি কারবার নিবন্ধন (Registration of Partnership)
-
নিবন্ধনের অনুষ্ঠান ও প্রণালী ( The Formalities and Producer of Registration)
-
অংশীদারি আইনের 69 ধারা – ব্যতিক্রমগুলি লেখ। অথবা অংশীদারি কারবার নিবন্ধিত না হলে কোনো সমস্যা কী দেখা দিতে পারে ?
-
লোক বিজ্ঞপ্তি (Public Notice)
-
Revision - Chap 1 - Module 2 - Registration
-
ধারণা
-
Module 2 - Registration - Exercise2 Topics|1 Quiz
-
Module 3 - Rights and Liabilities of Partner16 Topics
-
বিষয়
-
অংশীদারগণের অধিকারসমূহ
-
অংশীদারগণের কর্তব্য
-
অংশীদারগণের পারস্পরিক অধিকারসমূহ
-
তৃতীয়পক্ষের সঙ্গেঁ অংশীদারগনের সম্পর্ক
-
তৃতীয়পক্ষের নিকট অংশীদারগণের দায়
-
অংশীদারের প্রাধিকার কিছু ধারণা
-
জরুরি অবস্থার প্রাধিকার
-
স্বীকৃতির বাধা বা বিশ্বাসোৎপাদন দ্বারা অংশীদারি
-
অংশীদার কর্তৃক বিবৃতির ফলাফল
-
সক্রিয় অংশীদারকে বিজ্ঞাপিত তৃতীয়পক্ষের নোটিশের ফলাফল
-
নতুন অংশীদার এবং তার দায়িত্ব
-
অংশীদারের অবসরগ্রহণ
-
অংশীদারি কারবারে নাবালকের অবস্থান
-
নাবালকের দায়
-
Revision - Chap 1 - Module 3 - Rights and Liabilities of Partner
-
বিষয়
-
Module 3 - Rights and Liabilities of Partner - Exercise2 Topics|1 Quiz
-
Module 4 - Difference4 Topics
-
Chap 2 - The Law relating to Negotiable InstrumentsModule 1 - Introduction to Negotiable Instruments17 Topics
-
ধারণা
-
সংজ্ঞা
-
উধাহরণ
-
উদাহরণের ব্যতিক্রম
-
বৈশিষ্ট্যাবলী
-
প্রকারভেদ বা ধরণ
-
হস্তান্তরযোগ্য দলিলের পক্ষ সমূহ
-
হস্তান্তরযোগ্য দলিলের মেয়াদপূর্তি
-
হস্তান্তরযোগ্য দলিলের মেয়াদ পূর্তির তারিখ নির্ধারণের নির্দেশাবলী
-
হস্তান্তরযোগ্য দলিলের রেয়াতি দিন
-
প্রত্যর্থপত্র
-
বানিজ্যিক হুন্ডি
-
চেক
-
ধারক বা স্বত্বাধিকারী
-
নিয়মানুসারে ধারক
-
যথাকালে ধারকের অধিকার ও সুবিধা
-
Revision - Chap 2 - The Law relating to Negotiable Instruments
-
ধারণা
-
Module 1 - Introduction to Negotiable Instruments - Exercise2 Topics|1 Quiz
-
Module 2 - Acceptance Negotation and Endorsement14 Topics
-
ধারণা
-
হস্তান্তরযোগ্য দলিলের স্বীকৃতি
-
হস্তান্তরযোগ্য দলিল আইনে
-
হুন্ডি কখন স্বীকৃতির জন্য উপস্থাপন করতে হয় না ?
-
কোন ক্ষেত্রে হুন্ডিতে স্বীকৃতির প্রয়োজন হয় না ?
-
কে হুন্ডিতে স্বীকৃতি দিতে পারেন ?
-
স্বীকৃতির জন্য হুন্ডি উপস্থাপনের সঠিক স্থান ও সময়
-
হুন্ডি উপস্থাপন না করার ক্ষেত্রে ফলাফল
-
হস্তান্তরযোগ্য দলিল আইনে স্বীকৃতির বাধা সম্পর্কিত বিধানসমূহ
-
সম্মানার্থে হুন্ডির স্বীকৃতি
-
সম্প্রদেয়পত্র কখন প্রত্যাখ্যাত হয়
-
হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তরকরণ
-
হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্কন
-
Revision - Module 2 - Acceptance Negotation and Endorsement
-
ধারণা
-
Module 2 - Acceptance Negotation and Endorsement - Exercise2 Topics|1 Quiz
-
Chap 3 - The Law of InsuranceModule 1 - Insurance Act14 Topics
-
Module 1 - Insurance Act - Exercise2 Topics|1 Quiz
-
Module 2 - Life Insurance6 Topics
-
Module 2 - Life Insurance - Exercise2 Topics|1 Quiz
-
Module 3 - Marine Insurance4 Topics
-
Module 3 - Marine Insurance - Exercise2 Topics|1 Quiz
-
Module 4 - Fire Insurance9 Topics
-
Module 4 - Fire Insurance - Exercise2 Topics
-
Module 5 - Difference5 Topics
Lesson 1,
Topic 12
In Progress
কে বা কারা অংশীদার হতে পারেন ?
Lesson Progress
0% Complete
1932 সালের অংশীদারি আইনে কারা অংশীদার হতে পারেন সে বিষ্যয়ে সুস্পষ্ট নির্দেষ আছে। নিন্মোক্ত ব্যক্তিরা ব্যক্তিগণ ও সংস্থার বাইরে যে কেউ অংশীদার বলে গন্য হয় –
- সক্ষম ব্যক্তি
- নাবালক
- বিকৃত মস্তিষ্কের ব্যক্তি
- দেওলিয়া ব্যক্তি
- মহিলাগণ
- কোম্পানী
- বিদেশী শত্রু
নিম্নে বিস্তারিত আলোচনা করা হল –
- সক্ষম ব্যক্তি – ভারতীয় চুক্তি আইনের 11 নং ধারা অনুসারে প্রত্যেক ব্যক্তিই চুক্তি সম্পাদনে যোগ্য যদি তিনি যে আইনের অধীনস্থ সেই আইন অনুসারে সাবালক হয়ে থাকেন। যদি তাঁর মস্তিষ্কে বিকৃতি না ঘটে এবং যদি তিনি যে আইনের অধীনস্থ সেই আইনের দ্বারা চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত না হয়।
- নাবালক – ভারতীয় চুক্তি আইন অনুযায়ী কোনো নাবাওক চুক্তি সম্পাদন করতে পারেন না। অংশীদারি আইনের 30 নং ধারা অনুসারে কোনো প্রতিষ্ঠিত অংশীদারি কারবারের সকল অংশীদার সম্মত হলে একজন নাবালক অংশীদার হিসাবে গণ্য হয়। কারবারের সুযোগ সুবিধা ও লভ্যাংশ পাবে কিন্তু কোনো দায়দায়িত্ব থাকবেনা।
- বিকৃত মস্তিষ্কের ব্যক্তি – ভারতীয় চুক্তি আইন অনুযায়ী কোনো বিকৃত মস্তিষ্কের ব্যক্তি চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হয়।
- দেওলিয়া ব্যক্তি – আদালত দ্বারা ঘোষিত কোনো দেউলিয়া ব্যক্তি অংশীদার হতে পারেন না।
- মহিলাগণ – যে কোনো বিবাহিত ও অবিবাহিত মহিলা অংশীদার হতে পারেন শুধুমাত্র নাবালক ও বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মহিলারা ব্যতীত।
- কোম্পানী – 1956 সাএর কোম্পানী আইন অনুসারে যে কোনো কোম্পানী প্রথমে তৈরী হয় ও নিবন্ধিত হয়। এক্ষেত্রে মালিকদের দায় সীমিত। কিন্তু অংশীদারি কারবারে মালিকদের দায় অসীম। সুতরাং একটি কোম্পানী কখনোই অংশীদারি কারবারের অংশীদারি হতে পারে না। কোম্পানীটি একক ব্যক্তি হিসাবে অংশীদারি কারবারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে।
- বিদেশী শত্রু – যে কোনো বিদেশী শত্রুর সঙ্গে দেশ কখনোই চুক্তিতে আবদ্ধ হবে না। কিন্তু শত্রু ছাড়া বিদেশী দেশগুলির সঙ্গে অবশই অংশীদারি চুক্তিতে আবদ্ধ হবে তবে এক্ষেত্রে আইনের অনুমতি সাপেক্ষে।