Back to Course

Audit – Class 12

0% Complete
0/0 Steps
  1. Chap 1 - New Branches of Auditing

    Module 1 - Cost Audit
    10 Topics
  2. Module 2 - Management Audit
    10 Topics
  3. Module 3 - Performance Audit
    10 Topics
  4. Module 4 - Social Audit
    10 Topics
  5. Module 5 - Differences
    5 Topics
  6. Chapter Exercise
    8 Topics
    |
    1 Quiz
  7. Chap 2 - Pre-Audit Procedure
    ভূমিকা
  8. নিরীক্ষার কাজ শুরু করার পূর্বে নিরীক্ষকের দায়িত্ব
  9. নিরীক্ষা পরিকল্পনা
    4 Topics
  10. নিরীক্ষার কর্মসূচী
    11 Topics
  11. নিরীক্ষা স্মারকলিপি
    2 Topics
  12. নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র
    5 Topics
  13. নিরীক্ষা ফাইল
    3 Topics
  14. নিরীক্ষার নোট বই
    4 Topics
  15. নিয়মমাফিক পরীক্ষা
    8 Topics
  16. নমুনা পরীক্ষা
    10 Topics
  17. Chapter Revision - Chap 2 - Pre-Audit Procedure
  18. Chapter Exercise
    2 Topics
    |
    1 Quiz
  19. Chap 3 - Vouching of Transactions
    Module 1 - Vouching
    10 Topics
  20. Module 2 - Voucher
    8 Topics
  21. Chapter Exercise
    4 Topics
    |
    1 Quiz
Lesson 1, Topic 8
In Progress

সুবিধাসমূহ

Lesson Progress
0% Complete

এই নিরীক্ষার মধ্য দিয়ে হিসাব নিকাশকরণের সঠিক তথ্য পাওয়া যায়। যে কোনো উৎপাদনী প্রতিষ্ঠান এই নিরীক্ষার মধ্য দিয়ে ভুলভ্রান্তি, অর্থের অপব্যবহার,জালিয়াতি ও জুয়াচুরি সহজেই ধরতে পারে। সেইজন্য কেন্দ্রীয় সরকার কোম্পানী আইন অনুযায়ী অনেক উৎপাদন প্রতিষ্ঠানকেই এই নিরীক্ষা বাধ্যতামূলক করেছেন। সবদিক পর্যালোচনা করলে দেখা যায় কোম্পানীর সাথে যুক্ত ব্যবস্থাপকরা, শেয়ারগ্রহীতারা, কর্মচারী,সরকার ও জনসাধারণ সকলেই এই নিরীক্ষার মধ্য দিয়ে বিশেষ সুবিধা লাভ করে থাকে। সেইজন্য এই নিরীক্ষার গুরুত্বও অনেকখানি। নিম্নে সুবিধাগুলি আলোচনা করা হল ।

শেয়ারগ্রহীতাদের দিক হতে

  • এই নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাওয়ায় শেয়ার গ্রহীতাদের লভ্যাংশ বৃদ্ধি পায়।
  • শেয়ারগ্রহীতারা এই নিরীক্ষার সাহায্যে পরিচালকদের জালিয়াতি ও জুয়াচুরি ব্যাপারে জানতে পারেন এবংপ্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
  • শেয়ার গ্রহীতারা এই নিরীক্ষার প্রতিবেদনের মাধ্যমে উৎপাদন কার্যের দক্ষতা সম্বন্ধে জানতে পারেন।

কস্ট অ্যাকাউন্ট্যান্টর দিক হতে

  • এক্ষেত্রে নিরীক্ষক পরিব্যয় সংক্রান্ত যাবতীয় কাজকর্মের জন্য অনুপ্রাণিত করে বলে পরিব্যয় বিভাগের কাজের মান বৃদ্ধি পায়।
  • পরিব্যয় বিভাগের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় কস্ট অ্যাকাউন্ট্যান্টর পদ মর্যাদা বৃদ্ধি পায়।
  • এই নিরীক্ষা প্রচলনের ফলে প্রতিষ্ঠানের কর্মীদের উপর নৈতিক চাপ সৃষ্টি হওয়ায় তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিব্যয় সংক্রান্ত কাজ সম্পাদন করেন। ফলে কস্ট অ্যাকাউন্ট্যান্টর কাজে অনেক সুবিধা হয়।

ব্যবস্থাপনার দিক হতে

  • এই নিরীক্ষার মাধমে অপচয় ও অদক্ষতার ক্ষেত্রইগুলি সনাক্ত করতে পারা যায় বলে ব্যবস্থাপকরা সেগুলির অপচয় রোধ করে।
  • এই নিরীক্ষার মাধ্যমে জালিয়াতি, জুয়াচুরি, অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্ত কর্মীদের সহজেই চিহ্নিত করতে পারা যায় এবং উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার পদক্ষেপ নেওয়া যায়।
  • এই নিরীক্ষার প্রতিবেদনের মধ্য দিয়ে ব্যবস্থাপকরা পরিব্যয় সংক্রান্ত পদ্ধতি ও গৃহীত নীতি পালনের সঠিকতা জানতে পারেন।
  • ব্যবস্থাপকরা পরিব্যয় সম্বন্ধে সঠিক ধারণা লাভ করেন ও প্রয়োজনে ভবিষ্যতে ব্যয় হ্রাস ও করতে পারে।
  • দাম নির্ধারণ যে কোনো কোম্পানীর কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে। এই নিরীক্ষার মাধ্যমে পণ্যের প্রকৃত উৎপাদন ব্যয় জানা যায় বলে ব্যবস্থাপকরা সহজেই পণ্যের দাম নির্ধারণ করতে পারেন।
  • এই নিরীক্ষার মধ্য দিয়ে অপচয়ের ক্ষেত্রে, অলাভজনক উৎপাদনের ক্ষেত্রে, অত্যাধিক ব্যয়ের জায়গাগুলি চিহ্নিত করা সম্ভাব্যপর হয় বলে সেগুলি হ্রাসকরণের মধ্য দিয়ে মুনাফা বৃদ্ধি করা সম্ভব হয়।
  • এই নিরীক্ষার মাধ্যমে উৎপাদন ব্যবস্থার কার্য্য পরিবর্তন ও নিয়ন্ত্রণ আরোপ করা ব্যবস্থাপকদের পক্ষে সহজ হয়।  

সরকারের দিক হতে

  • এই নিরীক্ষার মাধমে সরকার পণ্যের বিক্রয়মূল্য নিয়ন্ত্রণ করতে পারে।
  • এই নিরীক্ষার মধ্য দিয়ে পণ্যের শুল্ক নির্ধারণ করতে সুবিধা হয়।
  • কোন শিল্পকে রপ্তানির অনুদান বা সাহায্য দেওয়ার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

ভোগকারীদের দিকহতে

  • উৎপাদিত পণ্যের সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা সম্ভবপর হওয়ায় ভোগকারীরা সঠিকদামে পণ্য বা সেবা ভোগ করার অধিকার পান।
  • সরকার উৎপাদিত পণ্যের মূল নির্ধারণের ব্যপারে হস্তক্ষেপ করতে পারে বলে ভোগকারীরা সঠিকদামে পণ্য ক্রয় করতে পারেন।

আর্থিক নিরীক্ষকের দিক হতে

  • এই নিরীক্ষার মধ্য দিয়ে আর্থিক নিরীক্ষক বা বিধিবদ্ধ নিরীক্ষক পরিব্যয় হিসাবের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
  • এই নিরীক্ষার মাধ্যমে পরিব্যয় সংক্রান্ত হিসাব যথাঃ কাঁচামাল, নির্নীয়মান পণ্য, সম্পূর্ণ নির্মিত পণ্য ও উপরিব্যয় ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভবপর হয়।

কর্মচারীদের দিক হতে

  • এই নিরীক্ষার সাহায্যে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করা যায়।
  • এই নিরীক্ষার দ্বারা কর্মচারীদের মুনাফাভিত্তিক বোনাস সংক্রান্ত মতবিরোধ হ্রাস পায়।
error: Content is protected !!