Audit - Class 11
-
Chap 1 - Introduction to Auditingইতিহাস
-
Audit - ব্যাখ্যা
-
হিসাব পরীক্ষার উদ্দেশ্য
-
নিরীক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য
-
নিরীক্ষার পরিধি আলোচনা কর
-
হিসারক্ষণ, হিসাব নিকাশকরণ, নিরীক্ষা ও হিসাবশাস্ত্র সম্পর্ক
-
“নিরীক্ষক হিসাবরক্ষক নন” – আলোচনা কর। (“An Auditor is not an accountant” – Discuss)
-
নিরীক্ষার গুরুত্ব আলোচনা কর। (Discuss the importance of an Audit)
-
নিরীক্ষার সামাবদ্ধতা বা অসুবিধা (Limitation or Disadvantage of Auditing)
-
নিরীক্ষকের পেশাগত ও সাধারণ গুণাবলী (Professional and General Qualification of Auditor)
-
পার্থক্যঃ হিসাবনিকাশকরণ ও নিরীক্ষা
-
Chapter Revision - Introduction to Auditing
-
Chapter Exercise2 Topics|1 Quiz
-
Chap 2 - Errors and Frauds and AuditorModule 1 - Errors6 Topics
-
Module Exercise2 Topics
-
Module 2 - Frauds7 Topics
-
Module Exercise2 Topics
-
Chapter Exercise1 Quiz
-
Chap 3 - Different Types of AuditModule 1 - Audit Classification2 Topics
-
Module Exercise2 Topics
-
Module 2 - Audit Classification based on Law19 Topics
-
প্রতিষ্ঠানের প্রকৃতি ও আইনের ভিত্তিতে নিরীক্ষা
-
বিধিবদ্ধ নিরীক্ষা (Statutory Audit)
-
কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের নিরীক্ষা বাধ্যতামূলক
-
বৈশিষ্ট
-
সুবিধা (Advantages)
-
বিধিবদ্ধ নিরীক্ষার অসুবিধা বা সীমাবদ্ধতা
-
অবিধিবদ্ধ নিরীক্ষা (Non – Statutory Audit)
-
প্রয়োগক্ষেত্র
-
বৈশিষ্ট্য
-
সুবিধা (Advantages)
-
সীমাবদ্ধতা (Himitations)
-
পার্থক্য : বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষা
-
সরকারি নিরীক্ষা : (Government Audit)
-
বৈশিষ্ট্য সমূহ : (Features)
-
উদ্দেশ্য : (Objectives)
-
সুবিধা : (Advantages)
-
অসুবিধা : (Disadvantages)
-
সারসংক্ষেপ
-
Chapter Revision - Module 2 - Audit Classification based on Law
-
প্রতিষ্ঠানের প্রকৃতি ও আইনের ভিত্তিতে নিরীক্ষা
-
Module Exercise2 Topics
-
Module 3 - Audit Classification on the basis of Time5 Topics
-
Module Exercise2 Topics
-
Module 4 - Audit Classification on the basis of Scope of Work3 Topics
-
Module Exercise2 Topics
-
Module 56 Topics
-
Module Exercise2 Topics
-
Module 6 - Differences9 Topics
-
পার্থক্য: বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষা
-
পার্থক্য: ধারাবাহিক নিরীক্ষা ও পর্যাবৃত্ত নিরীক্ষা
-
পার্থক্য: ধারাবাহিক নিরীক্ষা ও উদবর্তপত্র নিরীক্ষা
-
পার্থক্য: অভ্যন্তরীণ নিরীক্ষা ও বিধিবদ্ধ নিরীক্ষা
-
পার্থক্য: ধারাবাহিক নিরীক্ষা ও অন্তবর্তীকালীন নিরীক্ষা
-
পার্থক্য:অভ্যন্তরীণ নিরীক্ষা ও অন্তবর্তীকালীন নিরীক্ষা
-
পার্থক্য: বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষা
-
পার্থক্য: ধারাবাহিক নিরীক্ষা ও পর্যাবৃত্ত নিরীক্ষা
-
পার্থক্য: সরকারি নিরীক্ষা ও কারবারি নিরীক্ষা
-
পার্থক্য: বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষা
-
Chapter Exercise1 Quiz
-
Chap 4 - Internal Control SystemModule 1 - Internal Control System10 Topics
-
ভূমিকা – (introduction)
-
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ( Internal Control System)
-
উপাদান
-
বৈশিষ্ট্য (Characteristics)
-
বৈশিষ্ট্য (Characteristics)
-
উদ্দেশ্য সমূহ (Objectives)
-
সুবিধাসমূহ (Advantages)
-
সীমাবদ্ধতা সমূহ (Limitations)
-
অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থায় – নিরীক্ষকের কর্তব্য বা ভূমিকা লেখ । (Write Duty Role of Auditor Regarding Internal Control System)
-
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কী উপায়ে নিম্নলিখিত বিষয়ের উপর জারি করা হয়।
-
ভূমিকা – (introduction)
-
Module Exercise2 Topics
-
Module 2 - Internal Check System10 Topics
-
Module Exercise2 Topics
-
Module 3 - Internal Audit11 Topics
-
Module Exercise2 Topics
-
Module 4 - Differences2 Topics
-
Module Exercise2 Topics
-
Chapter Exercise1 Quiz
“Audit” সম্বন্ধে বিভিন্ন নিরীক্ষকগন বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন । তাই বলা যেতে পারে Audit অর্থাৎ নিরীক্ষার বিভিন্ন সংজ্ঞা আছে।
- Spicer and Peglar – এর মতে “ নিরীক্ষা হল হিসাব, হিসাবের বই এবং রশিদগুলিকে এমনভাবে পরীক্ষা করা যাতে নিরীক্ষক নিজে সন্তষ্ট হতে পারেন, যে কোনো ব্যবসার উদ্বর্তপত্রটি তার প্রকৃত এবং যথার্থ আর্থিক অবস্থা প্রকাশ করার জন্য সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে এবং লাভ – ক্ষতির হিসাবে সংশ্লিষ্ট আর্থিক বছরের লাভ অথবা ক্ষতির পরিমাণ সঠিক এবং যথার্থভাবে দেখানো হয়েছে এ বিষয়ে হিসাবের বই থেকে প্রাপ্ত তথ্য এবং ব্যাখ্যার সর্বোত্তম প্রয়োগ করতে তিনি সক্ষম হয়েছেন এবং প্রয়োজনবোধে প্রতিবেদনে তাকে নির্দিষ্টভাবে উল্লেখ করতে পেরেছেন”।
- R.K Mautz এর মতে “ হিসাব সংক্রান্ত অথ্যাদির যাচাই করার সঙ্গেঁ যুক্ত – এর প্রচেষ্টা হল হিসাব বিষয়ক বিবরনী এবং প্রতিবেদনগুলি কতদূর সঠিক এবং নির্ভরযোগ্য তা বিচার করা।”
- Institute of Chartered Accountants of India – নিরীক্ষায় সংজ্ঞায় বলেছেন – “ কোনো প্রতিষ্ঠানের বিবরনী সমূহের লিখিত আর্থিক ও অন্যান্য হিসাবের কার্যাবলীর এবং তার নির্ধারনের জন্য একটি সুসম্বন্ধ এবং স্বাধীন পরীক্ষা যার একটি নির্ধারিত উদ্দেশ্য থাকে। নিরীক্ষার সময়কালে উপস্থিত হলে একজন নিরীক্ষক তাঁর সামনে পরীক্ষা করার জন্য যে বিষয়গুলি রয়েছে তাদের বুঝে নেন এবং চিনে নেন। সে বিষয়ে সাক্ষ্য প্রমানাদি সংগ্রহ করেন। এসবের ভিত্তিতে তিনি যে সিদ্ধান্তে উপনীত হন, নিরীক্ষার প্রতিবেদনের মারফত তা জানিয়ে দেন।”
“Audit” উদবর্তপত্র এবং লাভ ও ক্ষতির হিসাব এবং তথ্যসংক্রান্ত পুস্তকসমূহ হিসাব এবং প্রমানপত্র সমূহের এক পরীক্ষা বোঝায় যার সাহায্য হিসাব পরীক্ষক নিজে সন্তুষ্ট হতে পারেন এবং সৎভাবে রিপোর্ট দাখিল করতে পারেন।
বিভিন্ন সংজ্ঞা ও মন্তব্য বিশ্লেষণ করলে বলা যেতে পারে Audit হল হিসাব পরীক্ষক নামে পরিচিত কোনো যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা কোনো ব্যবসা থেকে প্রাপ্ত প্রমাণপত্র, দলিল, তথ্য ও ব্যবসার নথিপত্রের ব্যাখ্যার ভিত্তিতে সেই ব্যবসায়ের হিসাব পুস্তকের দ্বারা সুনিপুন এবং সমালোচনামূলক সমীক্ষা যার ফলে হিসাবরক্ষক নির্দিষ্ট সময়ের ভিত্তিতে আর্থিক ও অন্যান্য লেনদেনের যথার্থতা বিচার করে সন্তুষ্টি প্রদান করেন এবং তার উপর ভিত্তি করে রিপোর্ট দাখিল করেন যেখানে উদবর্তপত্র ও লাভক্ষতি হিসাব সম্বন্ধে ঐ ব্যবসায়ের সত্যতা ও সৃষ্ঠতার চিত্র উপস্থাপনা করেন এবং হিসাব সংক্রান্ত বিষয় আইন অনুযায়ী প্রণয়ন করেন।